ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১০৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৬৯ লাখ ৪১ হাজার ৪৩৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৬৭ লাখ ৮০ হাজার ৮৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৯৫ লাখ টাকা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮ লাখ ৫৫ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৭৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply