তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে মারা গেছেন অন্তত ৫ জন। নিখোঁজ রয়েছে আরো ১০ জন। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা বলে জানা গেছে। খবর আল জাজিরার।
ক্ষুধা ও দারিদ্রতা থেকে মুক্তি পেতে উন্নত জীবনের আশায় প্রতিনিয়তই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীরা। জীবন বাজি রেখে সাগরপথে অবৈধ যাত্রায় অনেকেই হারিয়ে যান সমুদ্রের অতল গহ্বরে। নতুন বছরের শুরু হতে না হতেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি।
স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার (০৬ জানুয়ারি) তিউনিসিয়া স্ফ্যাক্স অঞ্চলের লুয়াতা শহরের উপকূলে থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নৌকায় থাকার মোট ২০ জনের ভেতরে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিউনিসিয়ার কর্মকর্তারা।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সম্প্রতি তিউনিসিয়া ও লিবিয়া থেকে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টায় মরিয়া অভিবাসন প্রত্যাশীরা। জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করছেন না অনেকে। তিউনিসিয়ায় অর্থনৈতিক সংকটের জেরে ২০২২ সালে ১৮ হাজারের বেশি তিউনিসিয়ান নৌকায় করে ইউরোপে পাড়ি দিয়েছেন বলে জানা গেছে। আর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে ও পর্যন্ত অন্তত অন্তত ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply