আগামী ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরন পরিচালিত হলিউড মুভি ‘অ্যাভাটার টু’। ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া দর্শক হৃদয়ে ঝড় তোলা সায়েন্স ফিকশন মুভি অ্যাভাটারের সিক্যুয়াল মুভি এটি।
‘অ্যাভাটার’ সিনেমাটি দেখার পরই দর্শকরা এর সিক্যুয়াল দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিল। ১৬ ডিসেম্বর সিনেমাটি বিশ্বব্যাপাী মুক্তি পাওয়ার মাধ্যমে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে ভক্তদের।
নতুন এ সিনেমাটি দীর্ঘ ১৩ বছর পর দর্শকদের কাছে রুপালি পর্দায় আসছে। ‘অ্যাভাটার’ এর সিক্যুয়াল এ মুভির নাম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
সিক্যুয়াল এই ছবির কাহিনি পরিচালক ক্যামেরনের মাথায় আগেই সাজানো ছিল। তবে সুন্দর ও নিখুঁতভাবে দর্শকদের কাছে উপহার দিতে ছবিটি এত সময় নিয়ে তৈরি করেছেন তিনি।
ছবি মুক্তির আগে নেট দুনিয়ায় নতুন এই ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। পরিচালক জেমস ক্যামেরনের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানা যায়, একাধিক ভাষায় মুক্তি পাচ্ছে এ ছবিটি।
বাংলাদেশি দর্শকরা বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের সকল শাখা এবং অনলাইনে এরই মধ্যে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে।
গতবারের মতো এবারও সিনেমাতে থাকছে অ্যাভাটার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার। নতুন এ সিক্যুয়ালে তাদের সঙ্গে রুপালি পর্দায় দেখা যাবে মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং টাইটানিক খ্যাত নায়িকা কেট উইন্সলেট।

জেমস ক্যামেরনের ছবি মানেই নতুন উন্মাদনা কাজ করে দর্শকদের মধ্যে। তার ছবিতে অসাধারণ কাহিনিই শুধু নয়, রয়েছে শিল্প নৈপুণ্যে ভরা ছবির দক্ষ মেকিংও। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি যৌথ প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও।
ধারণা করা হয়, হলিউডের এখন পর্যন্ত যত ছবি রয়েছে তার মধ্যে থেকে এই ছবিতেই সবচেয়ে বেশি খরচ করা হয়েছে। তাই বক্স অফিসে ব্যাপক ব্যবসা করা এই ছবির সিক্যুয়াল দেখতে দর্শকরা বেশ মুখিয়ে আছে আর পাশাপাশি গুনছে অপেক্ষার প্রহরও।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply