পুঁজিবাজার সম্পর্কিত সকল আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে চট্টগ্রাম নগরীতে যাত্রা শুরু করেছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ইফকো কমপ্লেক্সের ৬ তলায় শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকদের সন্তুষ্টি এবং তাদের বিনিয়োগের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। এখানে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিও হিসাব খোলা, ডিপোজিটরি সার্ভিস, আইপিও আবেদন, শেয়ার কেনাবেচা, সিকিউরিটি ট্রেডিং ইত্যাদি সেবা পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমেও বিভিন্ন সেবা নিতে পারবেন গ্রাহকরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply