বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ বছরপূর্তি) উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগে অন্তর্ভুক্ত ৪৩ নম্বর ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর ) লালকুঠির ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাকক্ষে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পির সঞ্চালনা করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, ৪২নং যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুম, ৪৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, ৪৩নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, গৌরব, ঐতিহ্য, ইতিহাস ও সংগ্রামে যুবলীগের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে যুবলীগের কথা বলতে এসেছি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কথা বলতে এসেছি। আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি হবে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবকদের নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবসমাজের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।
যুব মহাসমাবেশে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সেই মহাসমাবেশ সফল করতে ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে। শৃঙ্খলার সঙ্গে যুবকদের বিশাল বহর নিয়ে যুব মহাসমাবেশে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্য ও দিকনির্দেশনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চক্র দেশ বিরোধী মানুষ হত্যা ও দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী কার্যক্রমের নীল নকশা ফাঁদছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের সোচ্চার থেকে ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিকনির্দেশনা নিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে বিএনপি-জামায়াতকে প্রতিহত করার প্রস্তুতি নিতে হবে।
বর্ধিত সভা শেষে যুব মহাসমাবেশ সফল করতে একটি মিছিলও করেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় এলাকবাসীও হাত নেড়ে, তালি দিয়ে মিছিলকারীদের সমর্থন জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply