মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুর থানার ওসি শহিদ উল্ল্যা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ইউনিয়ন ব্যাংকে রয়েছে আকর্ষণীয় বিশেষ আমানত প্রকল্প ভিভো ভি৬০ লাইট: ছবি এখন শিল্পের ক্যানভাস রবি এলিট সদস্যদের ফ্যাশন অভিজ্ঞতা উন্নত করতে এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব চুয়াডাঙ্গায় বিএনপি-সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ওয়াটার এক্সপো ২০২৫ স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের আবারও বেড়েছে স্বর্ণের দাম কালিয়া ভিডব্লিউবি কার্ড বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ, ইউপি সদস্যের স্ত্রীও খাচ্ছেন দুস্থদের চাউল রাঙামাটিতে এসআইসিআইপি, বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

হাতীবান্ধায় ভোট কারচুপি ও পুনরায় নির্বাচনের দাবিতে চেয়ারম্যানপ্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

রেজাউল ইসলাম,হাতীবান্ধ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীবৃন্দ মোঃ আব্দুস সাত্তার ও মোঃ মহির উদ্দিন গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কারচুপি,প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভোট চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এর প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সাত্তার ও মোঃ মহির উদ্দিন  উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আব্দুস সাত্তার ও মোঃ মহির উদ্দিন বলেন, আমরা গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী ও স্বতন্ত্র প্রার্থী। আপনারা জানেন গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণায় কারচুপি, প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভোট চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতির মাধ্যমে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে এবং নির্বাচনকে প্রভাবিত করে।
নির্বাচনের দিন ভেলাগুড়ি ইউনিয়নের চেতনার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা না করে ঐ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়ে সম্পূর্ণ আইন পরিপন্থিভাবে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় সাধারণ ভোটারদের সাথে পোলিং এজেন্টসহ স্থানীয়রা এ অনৈতিক কাজে বাঁধা দিলে প্রশাসনের পক্ষ থেকে রাবার বুলেট, টিয়ার সেলসহ লাঠিচার্জ করলে কমপক্ষে ১৫জন গুরুত্বর আহত হয়।
একইভাবে অন্যান্য কেন্দ্রগুলোতেও স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৬ তারিখের ঐ ভোট কারচুপির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার হরণ করেন। ঐ ইউনিয়নের ৯২নং কেন্দ্র দক্ষিণ জাওরানী মোহনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফলের তালিকায় উল্লেখ করা হয়েছে ঐ কেন্দ্রে মোট ভোটারের উপস্থিতি ছিল ২০৪০জন অথচ প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ কর্তৃক প্রাপ্ত বৈধভোট সংখ্যা দেখানো হয়েছে ২৫০৫ভোট, এখানেই ভেলাগুড়ি ইউনিয়নের ভোটের কারচুপি স্পষ্ট।
আমরা ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নানা অনিয়ম, ফলাফল কারচুপিসহ নানা অভিযোগ রিটার্নিং কর্মকর্তা বরাবর করে যার অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক লালমনিরহাট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের নিকট প্রেরণ করেও কোনো প্রকার সহযোগিতা পাইনি।
গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হওয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ পুনরায় দাবী জানাচ্ছি ও প্রার্থী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS