দেশের পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের পরীক্ষামূলকভাবে কোভিড-১৯-এর টিকাদান শুরু হচ্ছে আজ। পরিস্থিতি পর্যবেক্ষণের পর চলতি মাসের শেষ সপ্তাহে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের গণহারে টিকাদান অভিযান শুরু হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিকভাবে ১২টি সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম চলবে।
করোনা প্রতিরোধে পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে আসে।
এর আগে সরকার গত এপ্রিলে পাঁচ থেকে ১১ বছর বয়সিদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুর অনুমিত সংখ্যা দুই কোটি ২০ লাখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply