সিটি আলো এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিডব্লিউসিসিআইয়ের অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সিটি ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই চুক্তির আওতায় কৌশলগত অংশিদারিত্বে আর্থিক সাক্ষরতা কর্মসূচী এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নে যৌথভাবে কাজ করবে সিটি আলো এবং বিডব্লিউসিসিআই। সেই সঙ্গে সাশ্রয়ী মূল্যের আর্থিক পরিষেবার প্রাপ্ততা নিশ্চিত করবে।
সিটি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ সাইফুল আমিন ও বাংলাদেশ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় সিটি ব্যাংকের হেড অব স্মল বিজনেস মোহাম্মদ কামরুল মেহেদী, হেড অব সিটি আলো নাসরিন আক্তার এবং বিডব্লিউসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply