ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। ট্রেনটি সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে আসে। ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনে এর মেরামত কাজ শুরু হয়।
ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনটি বগির মেরামত কাজ শেষ হয়েছে। আরও দুইটি বগির মেরামত কাজ শেষে ট্রেনটি পঞ্চগড়ের উদ্যেশে ছেড়ে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply