বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ৫৯৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৬৫৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪২ কোটি ৮৭ লাখ টাকা।
ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৪ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, অ্যাক্টিভ ফাইন, ওয়ান ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply