
নতুন আলো সাহিত্য পরিষদ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা ২০২৬ উদযাপিত হয়েছে ২৪ জানুয়ারি ২০২৬ রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে। অনুষ্ঠিত এ আয়োজন ছিল সাহিত্যচর্চা ও সাংস্কৃতি বিনিময়ের এক উজ্জ্বল মঞ্চ। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্য সংগঠক ও গুণী জনের উপস্থিতিতে মিলনায়তন ছিল মুখরিত। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাহিত্যিকদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও গল্পকার সুলেখা আক্তার শান্তা-কে সাহিত্যে অবদানের জন্য সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
সুলেখা আক্তার শান্তা তার অনুভূতি প্রকাশ করে বলেন, এমন স্বীকৃতি একজন লেখকের জন্য অত্যন্ত মূল্যবান। নতুন আলো সাহিত্য পরিষদের এই উদ্যোগ শুধু একজন লেখককে উৎসাহিত করে না, বাংলা সাহিত্যের অগ্রযাত্রাকে নূতন আলোর বর্তিকা হয়ে সম্ভাবনার এক প্রশস্ত পথ তৈরি করবে। সুলেখা আক্তার শান্তার আরো বলেন, লেখকদের স্বীকৃতি তাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। সাহিত্য ও সংস্কৃতির আলোয় দেশকে উজ্জ্বল করতে নতুন প্রজন্মের লেখকদের পাশে থাকাই সকলের লক্ষ্য হওয়া প্রয়োজন। তিনি সংগঠনের ও সকলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply