
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন পূর্বাচলের জিন্দাপার্কে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে জিন্দাপার্ক এর ব্যবস্থাপনা বিষয়ে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় অধিবাসীদের সাথে একটি দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান এলাকাবাসীর মতামত গ্রহণ করেন, তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন এবং অত্র এলাকায় রাজউক এর ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় এলাকাবাসীগণ রাজউক চেয়ারম্যানের এই পরিদর্শনকে সাধুবাদ জানান এবং অত্র এলাকা সহ পূর্বাচলের সার্বিক উন্নয়নে রাজউক এর কর্মকাণ্ডের প্রশংসা করেন। এছাড়াও রাজউক চেয়ারম্যান সহ রাজউক এর পরিদর্শক দল জিন্দা পার্কের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। নির্মাণাধীন স্থাপনা সমূহের নির্মান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং একজন দক্ষ পুরকৌশলী হিসেবে নির্মাণ কার্যক্রমের ত্রুটি সমূহ নির্মাণ কাজ সংশ্লিষ্ট ব্যক্তিদের বুঝিয়ে দেন। একই সাথে ভবনের গুনগত মান নিশ্চিতকরণে হাতেকলমে সঠিকভাবে তার নির্দেশনা প্রদান করেন। এ সময় রাজউক চেয়ারম্যান বলেন , জিন্দাপার্কের মতো একটি দর্শনার্থীবান্ধব স্থানে নির্মিত ভবনসমূহ নির্মাণকালে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ অতীব জরুরী। প্রয়োজনে রাজউক এবং পূর্ত মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী, প্রধান নগর স্থপতি, রাজউক এর পরিচালক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ সহ রাজউক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply