
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য মো. সহিদুল ইসলাম রানা (বিশেষ প্রতিনিধি, বাসস) এবং মো. বায়েজীদ মুন্সী (সিনিয়র রিপোর্টার, দৈনিক নিরপেক্ষ)-এর পিতা মো. সাহাদাৎ হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৯ ডিসেম্বর তিনি স্ট্রোক, হার্ট ও কিডনি রোগসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ ভোর ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুম মো. সাহাদাৎ হোসেন পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি ২০১০ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালীতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply