মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় স্বাধীনতা পার্টির গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শোক ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির কর্মসূচি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এনসিবি’র শোক খালেদা জিয়ার ইন্তেকালে বেসিসের গভীর শোক ও সমবেদনা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে মফস্বল সাংবাদিক এসোসিয়েশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিআরইউ’র শোক ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরা প্রেসক্লাবের শোক প্রকাশ নতুন বইয়ের গন্ধ; তাছলিমা আক্তার মুক্তা কলামিস্ট মোমিন মেহেদীর উপর হামলার বিচার ও নিন্দা বিভিন্ন মহলের

খালেদা জিয়ার ইন্তেকালে বেসিসের গভীর শোক ও সমবেদনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিচ্ছবি, লড়াইয়ের জীবন্ত ইতিহাস, বাংলার মাটি ও মানুষের অপূর্ণ স্বপ্নের ধ্রুবতারা, বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্ধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫/১৫ পৌষ ১৪৩২ রোজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ০৬:০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্ভেকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর আপোষহীন নেতৃত্ব এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি কেবল একজন রাজনৈতিক নেতৃত্ব নন, বরং কোটি মানুষের কাছে ছিলেন দেশপ্রেম ও গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র।

তাঁর এই প্রয়াণে জাভি এক অভিভাবককে হারালো, যে শূন্যতা সহজে পূরণ হবার নয়। জাতি তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।

বেসিস-এর পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাআলা যেন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত সকলকে এই শোক সইবার শক্তি দান করেন-আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS