রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয়, দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণের কাছাকাছি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু হয়নি কারও প্রথম প্রান্তিক প্রকাশ এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা প্রিমিয়ার সিমেন্টের এপেক্স ফুটওয়্যার বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক লেনদেনের শীর্ষে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে কুড়ুলগাছি বশির উদ্দিনের ইজিবাইক ছিনতাই নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে: আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন বৈধ হবে না: জাতীয় ঐক্য জোটের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

সবার পছন্দের শীর্ষে ভিভো ভি৬০ লাইট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫: ভ্রমণপ্রেমীদের সঙ্গী হয়ে দেশে যাত্রা শুরু করা ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০ লাইট এখন সবার মন জয় করছে এর প্রফেশনাল ট্রাভেল পোর্ট্রেট, শক্তিশালী প্রসেসর এবং ম্যাসিভ ব্যাটারির প্যাকেজে।

প্রফেশনাল পোর্ট্রেট সহযোগী অরা লাইট ৩.০
ভিভো ভি৬০ লাইট বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভ্রমণের প্রতিটি স্মৃতিকে স্মরণীয় করে রাখতে। এর থার্ড জেনারেশন অরা লাইট, সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সমন্বয়ে যেকোনো জায়গায় যে কোনো আলোতে তুলে স্পষ্ট ও নিখুঁত ছবি। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নিখুঁত ডিটেইলস এর প্রেমে পড়ছেন সবাই। ফ্রন্ট ও ব্যাক দুটি ক্যামেরাতেই ফোরকে ভিডিও সুযোগ থাকায় যে কোনো কনটেন্ট তৈরী করাও এখন আরও সহজ।

স্মার্ট এআই ইমেজ স্টুডিও
ভিভোর এআই ইমেজ স্টুডিওতে এবার যোগ হয়েছে নতুন এআই ফর সিজন পোর্ট্রেট মোড। যা এক ছবিতেই চারটি ভিন্ন ঋতুর সৌন্দর্য ফুটিয়ে তোলে। উন্নত এআই ইরেজ ৩.০ টুরিস্ট স্পটে ভিড়ের মাঝেও তোলা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সহজে সরিয়ে দেয়। স্মার্ট লাইটিং কন্ট্রোল এবং মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ ছবিতে জাদুর ছোঁয়া দেয়।

টার্বো প্রসেসরের সাথে গেমিংয়ে সবার আগে
ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর গেমিং ও পারফরম্যান্সে দিচ্ছে আরও দ্রুত ও স্মুথ অভিজ্ঞতা। ৪ ন্যানোমিটার প্রযুক্তিনির্ভর এই চিপসেট নিশ্চিত করে ৯০এফপিএস পর্যন্ত ফাস্ট রেসপন্স। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম, যা একাধিক অ্যাপ একসঙ্গে চালিয়েও ফোনকে রাখে ল্যাগ-মুক্ত। স্মার্ট সিস্টেম অপটিমাইজেশনের ফলে ভিভো ভি৬০ লাইট ৫ বছর পর্যন্ত ফাস্ট ও স্মুথ পারফরম্যান্স বজায় রাখে।

ডিজাইনে আভিজাত্যের ছোঁয়া
স্লিম ও স্লিক প্রোফাইলের সঙ্গে মিনিমালিস্টিক ক্যামেরা মডিউল ভিভো ভি৬০ লাইটকে করেছে আরও আকর্ষণীয় । মাত্র ১৯৬ গ্রাম ওজন ও ৭.৫৯ মিমি পুরুত্বে ফোনটি যেমন হালকা, ব্যবহারেও তেমনি প্রিমিয়াম। কালার অপশনে রয়েছে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক।

ম্যাসিভ ব্যাটারির সাথে বাধাহীন ভ্রমণ
ভিভো ভি৬০ লাইটে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্লুভোল্ট ব্যাটারি যা দেয় দুশ্চিন্তামুক্ত একটি দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাল্টিটাস্কিং-এ এটি শক্তিশালী ব্যাকআপ দেয়, এমনকি ভ্রমণেও ১৪ ঘণ্টা পর্যন্ত নেভিগেশন সাপোর্ট দিয়ে যাত্রাকে করে আরও সহজ। আর জরুরি মুহূর্তে দ্রুত পাওয়ার আপ করতে সাথে রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ।

এআই অ্যাসিস্টের সাথে স্মার্ট লাইফ
এআই ক্যাপশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট ও এআই নোট অ্যাসিস্ট এর মত টুলগুলো দিয়ে ভি৬০ লাইট প্রতিদিনের কাজকে করছে আরও সহজ। রিয়েল টাইম স্পিচকে মুহূর্তেই টেক্সটে রূপান্তর, রেকর্ডিং থেকে ট্রান্সক্রাইব করে মিটিং হাইলাইট নোট ও একাধিক ভাষায় অনুবাদ, পাশাপাশি নোট থেকে টু-ডু লিস্ট তৈরি, প্রতিটি কাজই করা যায় মুহূর্তে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS