ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নেক মানি
ট্রান্সফার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান নেক এক্সপ্রেস লিমিটেডের
মধ্যে স¤প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় ব্যাংকের
প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে নেক এক্সপ্রেসের মাধ্যমে
প্রবাসী আয় সংগ্রহে নতুন সুযোগ সৃষ্টি হলো। ফলে কমিউনিটি
ব্যাংকের রেমিট্যান্স সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন
আয়োজকেরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং
ডিরেক্টর (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত। অনলাইনে বিদেশ থেকে যুক্ত হন
নেক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফরাজী।
এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ
অপারেটিং অফিসার ও ক্যামেলকো সামসুল হক সুফিয়ানী, হেড অব করপোরেট
ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব
ট্রেড অ্যান্ড রেমিট্যান্স মাহমুদুল আজিজ মোস্তাজী, হেড অব ট্রেজারি
(চলতি দায়িত্বে) অ্যাডাম পিউরিফিকেশন এবং হেড অব এডিসি অ্যান্ড
হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান ।
অন্যদিকে, নেক এক্সপ্রেস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি
এবং সিনিয়র এক্সিকিউটিভ হাফেজ মিসবাহ উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।
চুক্তির মাধ্যমে নেক এক্সপ্রেসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের রেমিট্যান্স
সংগ্রহ কার্যক্রম আরও সহজ ও গ্রাহকবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ
করেন।
Design & Developed By: ECONOMIC NEWS