শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পুলিশের ৩৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি হাদির ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার অবস্থার অবনতি, এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ক্রিটিক্যাল অবস্থায় ওসমান হাদি, চিকিৎসকরা রেখেছেন লাইফ সাপোর্টে মওলানা ভাসানী নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন, তার সাথে কারো তুলনা চলে না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর রাজনৈতিক ইতিহাস অন্তর্ভুক্তির দাবি মুক্তিযুদ্ধ অবমাননারীরা পিনাকী-ইলিয়াসের বিচার চাই : মোমিন মেহেদী মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার এখন বাধ্যতামূলক: ইসি

আমরা বেশি দিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫ Time View

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আপনারা জানেন আমাদের সময় খুব বেশি দিন নাই। এ কারণে এর আগেই আমরা একটা কৃষি আইন করে দিয়ে যাব।’

আজ ‎বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় দুপুরে ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, এই কৃষিজমি যেন অন্য কোনো কাজে ব্যবহার না করতে পারে। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে জমির মালিককে তিন গুণ দাম দিতে হয়—তেমনি এলজিইডিকেও তিন গুণ দাম দিতে হবে।

‎উপদেষ্টা আরও বলেন, পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করবেন, আগে দেখেছেন চটের ব্যাগ ব্যবহার করতেন বাপ-দাদারা। ওই রকম আপনারাও করবেন। দেখবেন আমাদের কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জিনিস হবে।

‎‎এ সময় উপদেষ্টা কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করে দেন–এটা খুব অন্যায় কাজ। উপরের মাটিটা যে আপনারা দিয়ে দেন ওটাকে আমরা দোআঁশ মাটি বলি। ওটা নষ্ট করে দিলে ভালো ফসল উৎপাদন হয় না।

‎‎অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ জেলা, উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‌

উল্লেখ্য, সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে দীর্ঘ আট মাস ধরে পরীক্ষামূলকভাবে দুটি মিনি কোল্ডস্টোরেজ চালানোর পর এবার মাঠপর্যায়ে ব্যবহারের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

দেশে ১০০ মিনি কোল্ডস্টোরেজ হবে

প্রাথমিকভাবে ১০০টি মিনি কোল্ডস্টোরেজ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ব্যবস্থার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। কৃষকরা এই হিমাগারে মৌসুমের অতিরিক্ত সবজি সংরক্ষণ করতে পারবেন এবং চাহিদা অনুযায়ী বাজারজাত করতে পারবেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানিয়েছেন, কৃষকরা এই হিমাগারে বিনামূল্যে ফসল সংরক্ষণের সুবিধা পাবেন এবং এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণও দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS