পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ প্রধান কার্যালয়ের জন্য রাজধানীর মতিঝিলে অবস্থিত বহুতল ভবন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মতিঝিলে ২১.৫০ তলা ভবন কিনবে ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। এর আয়তন ২০৭৩৪০ স্কয়ার ফিট, এরমধ্যে ১৭৬৩০০ স্কয়ার ফিট ফ্লোর স্পেস এবং ৩১০৪০ স্কয়ার ফিট বেজমেন্ট।
এক হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা দিয়ে এই ভবন কেনা হবে। অর্থাৎ প্রতি স্কয়ার ফিট কেনা হবে ৪৯ হাজার ১২ টাকা করে। তবে বেজমেন্ট ছাড়া ফ্লোর হিসাবে প্রতি স্কয়ার ফিটে ব্যয় হবে ৫৭ হাজার ৬৪১ টাকা।
Design & Developed By: ECONOMIC NEWS