পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানির গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহারে পরিবর্তন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও ব্যবহারের বিষয়ে বিশেষ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেছেন।
সিদ্ধান্তগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আনুমানিক আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট পরিমাণ ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগে স্থানান্তর করা হবে। বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আইপিও আয়ের অবশিষ্ট পরিমাণ ব্যবহারের জন্য ২৪ মাস সময়সীমা অর্থাৎ ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে আরো জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকের জন্য কোম্পানির আইপিও আয়ের ব্যবহারের বিবৃতি অনুসারে; মোট ৭৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
এসএমই খাতে সম্ভাব্য বিনিয়োগকারীদের অভাব এবং অস্থির পুঁজিবাজার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশে রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতের কারণে আইপিও থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণরূপে ব্যবহার করা সম্ভব হয়নি।
Design & Developed By: ECONOMIC NEWS