পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ আগস্ট নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০২ টাকা ১০ পয়সায়। আর গত ১৯ আগস্ট শেয়ারটির দর বেড়ে ১৩৪ টাকা ৭০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩২ টাকা ৬০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
Design & Developed By: ECONOMIC NEWS