নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২২ মার্চ শনিবার এক বিবৃতিতে বলেন, “গাজায় চলমান গণহত্যা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। যুদ্ধবিরতির সময়ে এই ধরণের বর্বর হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরীহ ফিলিস্তিনি জনগণের জীবন রক্ষা করা। বাংলাদেশ গণমুক্তি পার্টি বরাবরের মতোই নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানায়।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply