নিজস্ব প্রতিবেদকঃ বর্তমানে ঢালিউড সিনেমা জগতে একটি পরিচিত নাম মুন্না খান। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে শোবিজ জগতে প্রবেশ করা এই প্রযোজক এবং অভিনেতা স্বপ্ন দেখেন একদিন ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে বিপ্লব সাধনের যা এদেশের সিনেমাকে বিশ্ব দরবারে সম্মানের সহিত পৌঁছে দিবে।
গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে সিনেমাপ্রেমীদের নজরে আসেন মুন্না খান। অভিনয় এবং সিনেমার নির্মাণশৈলীর জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত হন তিনি। বাংলাদেশেও যে চাইলে বিগ বাজেটের সিনেমা করা সম্ভব সেটি আবারো প্রমাণ করেন মুন্না খান।
প্রযোজক এবং অভিনেতা পরিচয়ের পাশাপাশি মুন্না খান একজন ব্যবসায়ী। কাতার প্রবাসী এই ব্যবসায়ী আগামীতে এদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বড় বিনিয়োগের মাধ্যমে দর্শকপ্রিয় সিনেমা উপহার দিতে আগ্রহী।
মুন্না খান বলেন, “বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আমি চাই এদেশের সিনেমা বিশ্ব দরবারে মর্যাদার সাথে জায়গা করে নিক। আর সেই আশা থেকেই আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় আমি চেষ্টা করেছি দর্শকদের কাছে ভিন্নধর্মী একটি গল্প উপহার দিতে যা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমার সেই আশা পূরণ হয়েছে। আগামীতেও এই ইন্ডাস্ট্রিতে সুন্দর গল্পের নিনেমা নিয়ে হাজির হতে চাই।”
তিনি আরো বলেন, “আমাদের দেশের মানুষ সবসময় সুন্দর গল্পের সিনেমা গ্রহণ করে। তাই গতানুগতিক সিনেমা থেকে বেরিয়ে এসে দর্শকদের পছন্দ অনুযায়ী সিনেমা বানালে সফলতা পাওয়া সম্ভব। এদেশের মানুষ আমাকে যেই ভালোবাসা দেখিয়েছেন সেটি দেখে আমি মুগ্ধ। আমি আশা করি ভবিষ্যতেও দর্শকদের ভালো সিনেমা উপহার দেওয়ার মাধ্যমে এই ভালোবাসা টিকিয়ে রাখতে পারব।”
বর্তমানে ‘মুন্না খান মাল্টিমিডিয়া’ নামক প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে সিনেমা নির্মাণের কাজ করে যাচ্ছেন মুন্না খান। ভালো বিনিয়োগ এবং মানসম্মত কাজের কারণে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে তার কাজ। সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেন মুন্না খান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply