নিজস্ব প্রতিবেদকঃ গত ১৪ ই মার্চ শুক্রবার ঢাকার মগ বাজার এস্কাটন রোড এ অবস্থিত এবাকাস কনভেনশন সেন্টার এ চবি এমবিএ এসোসিয়েশন এর উদ্যোগে প্রতি বছরের মতো এবার ও গেট টুগেদার ও ইফতার এর আজন করা হয়।
ইফতার এ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন এর পাশাপাশি এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মসূচী ছিলো সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি , এইচএসসি এবং সম মানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে তাদেরকে সংবর্ধনা এবং পুরস্কৃত করা । সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মূল পর্বে বক্তব্য রাখেন সহ-সভাপতিদ্বয় যথাক্রমে এনামুল হক টিটু , এ এন এম ওয়াজেদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাসেম বিল্লাহ ।
অনুষ্ঠানে বক্তারা আগত সদস্য এবং তাদের পরিবারের সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ।এবং আগামীতে আরও চমৎকার অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের নির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় আগামী ১৮ই এপ্রিল , ৫ই বৈশাখ শুক্রবার চট্টগ্রাম এর ফয়স লেক রিসোর্টে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply