নিজস্ব প্রতিবেদকঃ আইসিটির ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশের লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ এর কেন্দ্রীয় অনুষ্ঠান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব ২০২৫ এর কেন্দ্রীয় অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, তারুণ্যের মেলা, ক্রিকেট ম্যাচ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট’ ও ‘ইনোভেট টু এলিভেট ইয়ুথ এজ চেঞ্জ মেকার’ শীর্ষক দুটি সেমিনার, পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার উদ্দিন (অতিরিক্ত সচিব), মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এর প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ ভূঞা (অতিরিক্ত দায়িত্ব), অতিরিক্ত সচিব; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম, এনডিসি; অধ্যাপক ড. মাসুদা কামাল, উপ-উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, ট্রেজারার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়; এ. টি. এম. জিয়াউল ইসলাম, নিয়ন্ত্রক (যুগ্মসচিব), সিসিএ কর্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; তৌফিকুর রহমান, ইনোভেশন এক্সপার্ট, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; এম এ এন শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পেনিনসুলা কনসোরটিয়াম; কুমিল্লা জেলা প্রশাসক প্রতিনিধি পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ও প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাইফুল হাসান, উপসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এমপাওয়ারিং ইয়ুথ ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট (Empowering Youth for National Development) শীর্ষক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থান করেন সিদ্ধার্থ গোস্বামী, হেড অফ অপারেশন, সিনিয়র কনসালটেন্ট (টিম লিড), উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প। সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ হায়দার আলী, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা; মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, কুমিল্লা; এ কে এম ফাহিম মাশরুর, কো-ফাউন্ডার ও সিইও, বিডিজবস।
ইনোভেট টু এলিভেট ইয়ুথ এজ চেঞ্জ মেকার (Innovate to Elevate Youth as Change Maker) শীর্ষক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থান করেন তৌফিকুর রহমান, ইনোভেশন এক্সপার্ট, এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সভাপতিত্ব করেন শীষ হায়দার চৌধুরী এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মাসুদা কামাল, উপ-উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এম এ এন শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পেনিনসুলা কনসোরটিয়াম, এনায়েত রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রাক লাগবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত। প্রযুক্তি, সৃজনশীলতা এবং বিনোদনকে অন্তর্ভুক্ত করে সারা বাংলাদেশের সম্প্রদায়গুলোকে একত্রিত করতে দেশব্যাপী উদযাপিত তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায়, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য হলো জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply