শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা এবং বিএনপির র‌্যালি অনুষ্ঠিত ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না : মোমিন মেহেদী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশের ঘোষণা দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টিউবস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে আল-আমিন কেমিক্যাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ফাইন ফুডস

সড়ক উপদেষ্টার বেঁধে দেওয়া একমাসে বিআরটিএ’র অগ্রগতি জানতে চেয়েছে যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক পরিবহন উপদেষ্টার বেঁধে দেওয়া একমাসের অর্জন জানতে চেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ’র সাফল্য-ব্যর্থতা জানতে বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ ইয়াছিনের কাছে চিঠি দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

আজ  গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বার্তায় সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

চিঠিতে তিনি উল্লেখ করেন, বিগত ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, নগরীর আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনে “সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ু দুষণ নিয়ন্ত্রণ” শীর্ষক এক সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রাজধানীর যানজট নিরসন, পরিবহনের কালো ধোঁয়া বন্ধ করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে তার ব্যবস্থা করা, ফিটনেস প্রদানের ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নেওয়া, রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ করা, স্কুলবাস চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তার পাঠানো, এলোমেলো বাস দাঁড়িয়ে যাত্রী তোলার কারনে সৃষ্ট যানজট বন্ধ করা, আগামী মে মাসের মধ্যে ঢাকা শহরে ২০ বছরের পুরোনো বাস তুলে দেওয়া, যানজটের স্থানগুলো চিহ্নিত করাসহ সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিআরটিএ’কে একমাসের সময় দেওয়া হয়। পরিস্থিতি উন্নতি না হলে বিআরটিএ’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার উক্ত সভা অনুষ্ঠানের ৬৯ দিন অর্থাৎ ২ মাস ০৯ দিন পরে আপনার নেতৃত্বাধীন বিআরটিএ’র অগ্রগতি কি যাত্রী ও নাগরিক সংগঠন হিসেবে যাত্রী কল্যাণ সমিতি জানতে আগ্রহী। যাত্রী কল্যাণ সমিতি বিআরটিএ’র কাছে নিন্মবর্ণিত বিষয়াদি চেয়েছেন বলে চিঠিতে উল্লেখ করে আগামী ০৭ (সাত) কর্মদিবসে উল্লেখিত তথ্যাদি জনস্বার্থে যাত্রী কল্যাণ সমিতিকে প্রদানের অনুরোধ জানান সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

১. রাজধানীসহ সারাদেশের কতটি রুটে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তার নাম ও তালিকা প্রয়োজন।
২. ফিটনেস প্রদানে অগ্রগতি, রাজধানী ও সারাদেশের কতটি ফিটনেসবিহীন যানবাহন রয়েছে, এই সময়ে কতটি যানবাহন উচ্ছেদ করা সম্ভব হয়েছে, যানবাহনভিত্তিক তার সঠিক পরিসংখ্যান প্রয়োজন।
৩. চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অগ্রগতি কি? তা নির্ণয়ের জন্য রাজধানী ঢাকা ও সারাদেশে লাইসেন্স বিতরনের তুলনামূলক চিত্র বিশ্লেষণের জন্য আবেদনের তারিখ থেকে বিগত ১ বছরে পরিসংখ্যান প্রয়োজন।
৪. রাজধানী ও সারাদেশের কালো ধোঁয়া নির্গমনকারী পরিবহনের তালিকা ও ব্যবস্থা গ্রহনের ১ বছরের পরিসংখ্যান প্রয়োজন।
৫. ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের চিত্র বিশ্লেষণের জন্য আগামী ১ বছরের যানবাহনভিত্তিক পরিসংখ্যান প্রয়োজন।
৬. রাজধানী ঢাকাসহ দেশের কয়টি রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা গেল তার রুটভিত্তিক একটি তালিকা প্রয়োজন।
৭. উল্লেখিত সময়ে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে অগ্রগতি বিশ্লেষণের জন্য ১ বছরের তুলনামূলক চিত্র প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS