নিজস্ব প্রতিবেদকঃ প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করতেন ও অনুস্মরণ করতেন আবদুল্লাহ আল নোমান। তিনি এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের অন্যতম সাহসী সংগঠক। তিনি ছিলেন দক্ষ রাজনৈতিক, কর্মীবান্ধব ও শিক্ষানুরাগী, উদার মনের ব্যক্তিত্বের অধিকারী । ১৯৬২ সালের গণবিরোধী শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন, ১৯৬৪ সালে সর্বজনীন ভোটাধিকার আন্দোলন, ১৯৬৯ সালে গণঅভ্যূত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর স্বৈরাচার ও ফ্যাঁসিবাদ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। স্বৈরাচারী এরশাদের শাসনামলে এবং এর আগেও বিভিন্ন সময়ে জনগণের অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে অনেকবার কারাভোগ করেছিলেন।
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কাজী ছাব্বীর।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply