নিজস্ব প্রতিবেদকঃ প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ডেমোক্রেটিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, আবদুল্লাহ আল নোমান ছিলেন এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের অন্যতম সাহসী সংগঠক। তিনি ছিলেন সত্যিকার একজন জনবান্ধব, রাজনীতিক কর্মীবান্ধব, সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী, উদার মনের ব্যক্তিত্ব। ১৯৬২ সালের গণবিরোধী শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন, ১৯৬৪ সালে সর্বজনীন ভোটাধিকার আন্দোলন, ১৯৬৯ সালে গণঅভ্যূত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর স্বৈরাচার ও ফ্যাঁসিবাদী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। স্বৈরাচারী এরশাদের শাসনামলে এবং এর আগেও বিভিন্ন সময়ে জনগণের অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে কারাভোগ করেছিলেন।
ডেমোক্রেটিক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা আন্দোলনের নেতা অলি আহাদের সাথে তাদের পারিবারিক ও রাজনৈতিক সুসম্পর্ক ছিল। পাকিস্তান আমলে সামরিক শাসনের সময় আবদুল্লাহ আল নোমানদের বাসায় অবস্থানকালে অলি আহাদ সাহেবকে একবার সামরিক স্বৈরশাসক আইয়ুবের পুলিশ গ্রেফতার করে।
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply