পবিত্র মাহে রমজান ও ঈদ-উল- ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক লিমিটেড এর পক্ষে জোনাল অফিস যশোর-এর ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চারটি গ্রামের চারশত মানুষের মাঝে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনাল অফিসের জোনাল ম্যানেজার রোকনুজ্জামান উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন।
পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় ব্যাংকের পক্ষ থেকে মাগুরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক সহকারী মহাব্যবস্থাপক সঞ্জয় শিকদার, এসএমআর রোড শাখা যশোরের ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply