আগের দিনের মতো বৃহস্পতিবারও (২৬ সেপ্টেম্বর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৯টির শেয়ার দর কমেছে। আর কোম্পানিগুলোর মধ্যে ২৬টি কোম্পানির শেয়ার ছিল ক্রেতা সংকটে।
কোম্পানিগুলো হলো : লুবরেফ বাংলাদেশ, দেশ গার্মেন্টস, অ্যাডভেন্ট ফার্মা, বিচ হ্যাচারি, ফার কেমিক্যার, প্যাসিফিক ডেনিমস, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, মিরাকল, বিডি থাই, আনলিমা ইয়ার্ন, ভিএফএস থ্রেড ডাইং, এনার্জিপ্যাক, সেন্ট্রাল ফার্মা, এসোসিয়েটেড অক্সিজেন, ফরচুন সুজ, এসকে ট্রিমস, অলিম্পিক এক্সেসরিজ, খুলনা পাওয়ার, ইন্দোবাংলা ফার্মা, ফনিক্স ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং লিবরা ইনফিউশন।
এসব কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির ২টি, বি ক্যাটাগরির ১টি এবং ২৩টি কোম্পানিই ছিল জেড ক্যাটাগরিভুক্ত। মূলত সিকিউরিটি আইন অমান্য করার কারণে শেয়ারবাজারে আজ থেকে ২৭টি কোম্পানির লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে হয়েছে। কোম্পানিগুলোর লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে হওয়ায় আস্থার অভাবে শেয়ার বিক্রি করতে মরিয়া হয়ে উঠে বিনিয়োগকারীরা। যার কারণে ক্রেতা সংকটে পড়ে কোম্পানিগুলো।
আজ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত যেসব কোম্পানিতে ক্রেতা সংকট তৈরি হয় সেগুলোর মধ্যে বিচ হ্যাচারির ৯.৯৪ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৮৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৮০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৮০ শতাংশ, বে লিজিংয়ের ৯.৮০ শতাংশ, মিরাকলের ৯.৭৯ শতাংশ, বিডি থাইয়ের ৯.৭৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৯.৭০ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৬৮ শতাংশ, এনার্জিপ্যাকের ৯.৬৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬৩ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৯.৬৩ শতাংশ, ফরচুন সুজের ৯.৬২ শতাংশ, এসকে ট্রিমসের ৯.৫২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৫২ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৪২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৯.৪০ শতাংশ, ফনিক্স ফাইন্যানেরসর ৯.৩৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৩০ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৭.৪৯ শতাংশ কমেছে।
এছাড়া ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটে শেয়ার দর সমন্বয়ের কারণে ‘এ’ কাটাগরিভুক্ত লিনডে বিডির শেয়ার দর ৬.২৪ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার কেনার জন্য কোনো চাপ বা ক্রেতা ছিল না। আর ‘বি’ক্যাটাগরিভুক্ত মেট্রো স্পিনিংয়ের শেয়ারেও আজ ক্রেতা সংকট তৈরি হয়। এ কারণে কোম্পানিটির শেয়ার দর ৯.৩৫ শতাংশ কমে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply