সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভাটি বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের সকল শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভাপতিত্ব করেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস জোসনা আরা কাশেম।
এছাড়া, পর্ষদের পরিচালকদের মধ্যে অংশ নেন- মিসেস রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তারা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটর্ফমে মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply