দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়জুল হক নামের এক বৃদ্ধ’র হাত কেটে ফেলেছে। এ ঘটনায় বৃদ্ধে’র ছেলে হাসমত গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে।
সরজমিনে গেলে স্থানীয়রা জানান, শনিবার সকল সাড়ে ১০ টার দিকে ফয়জুল হক ও তার ছেলে হাসমত বাড়ীর অদুরে পার্শ্ববর্তী নিজস্ব লিচু বাগানে পানি নিতে অর্থাৎ সেচ দিতে গেলে একই এলাকার মো: ইরফান আলী’র ছেলে স্বপন (২৭) এবং একরামুল হক (৪৫) সহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় স্বপন বৃদ্ধ ফয়জুল হকের ডান হাতের কব্জি কেটে হাত দ্বিখন্ডিত করে পালিয় যায়।
আহত ফয়জুল হক কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে বর্তমানে আহত বৃদ্ধকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানায়, পরিষদের পিছনেই ঘটনাটি ঘটেছে, যা দুক্ষজনক।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত এবিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply