নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি আলোচনা সভার আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার সহ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা সংসদ ও বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও সৈরাচার বিরোধী আন্দোলনে ড এম এ ওয়াজেদ মিয়ার ভূমিকা সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেন। বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান মনস্ক আধুনিক উন্নত বাংলাদেশ গঠনে এবং বাংলাদেশে পরমাণু কালচারে ড ওয়াজেদ মিয়া তাঁর মেধা ও প্রজ্ঞা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ড হাছান মাহমুদ তার বক্তব্যে ড ওয়াজেদ মিয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে সে আলোকে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে তরুণ সমাজকে আহবান করেন এবং ড ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply