ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সদস্য সচিব জয় শাহ।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে গাঙ্গুলি ও জয় দুজনই আইসিসির সভাপতি হতে আগ্রহী। আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তার মেয়াদ বাড়াতে চান না বলে জানিয়েছেন। তিনি ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সেবার তিনি ভারতীয় সংগঠক শশাঙ্ক মনোহরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
এর আগে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত জগমোহন ডালমিয়া, ২০১০ থেকে ২০১২ পর্যন্ত শারদ পাওয়ার ও ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শশাঙ্ক মনোহর।
আইসিসির বর্তমান চেয়ারম্যান বার্কলে অকল্যান্ডের একজন পেশাদার আইনজীবি। আইসিসির দায়িত্ব পালনের ফলে তিনি আইনজীবির দায়িত্ব পালন করতে পারছেন না ঠিকমতো। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই নতুন চেয়ারম্যান পেতে পারে আইসিসি। আইসিসির প্রত্যেক সভাপতিই দুই বছরের জন্য নির্বাচিত হন। তবে তাদের মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply