স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডার হাসিবুলসহ বাহিনীর সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: হাসিবুল হোসেন, রকি, ইমন, জুয়েল, তানভির, হৃদয় ও নাঈম। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা ৪টি চাকু জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
তিনি জানান, কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজারঘাটের বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply