রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। আহত হয়েছেন আরও ১৪৫ জন। ঘটনার তদন্তে নিয়োজিত ইনভেস্টিগেটিভ কমিটি তাদের টেলিগ্রাম চ্যানেলের এ তথ্য জানিয়েছে। খবর আইআরএ নভোস্তি।
স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মস্কোর ক্রোকাস সিটি হলে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় একদল অস্ত্রধারী। এতে বহু হতাহতের ঘটনা ঘটনা। হামলার পরপরই এর দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠী আইএস।
হামলায় প্রাথমিকভাবে ৬০ জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়। যতই সময় গড়াচ্ছে নিহতের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। এ ঘটনার তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেভিভ কমিটি শনিবার (২৩ মার্চ) তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার স্থানে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় আরও মৃতদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বর্তমানে ১১৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে হামলার ঘটনায় সংশ্লিষ্ট ১১ জনকে আটক করার কথা জানিয়েছে রুশ নিরাপত্তা বাহিনী। যাদের মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পাঁচজন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রোকাস সিটির শপিংমলের কনসার্ট হল, রেস্টুরেন্ট, একুরিয়াম এবং বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একযোগে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী। পরে শপিংমলের বিভিন্ন জায়গায় বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
জীবন বাঁচাতে অনেকে পেছনের সিঁড়িতে নিরাপদে আশ্রয় নেয়ার চেষ্টা করে। গুলির পাশাপাশি বিস্ফোরণে শপিংমলের পুরো এলাকায় ধোঁয়া উড়তে দেখা যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে পুলিশ। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply