রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে জনাব মিজানুর রহমানের যোগদান স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই- মুহাম্মদ সাইদুর রহমান দুর্নীতি, চাঁদাবাজি ও মবসন্ত্রাস দমন করার দাবিতে মানববন্ধন- আশরাফ আলী হাওলাদার তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুব দলনেতার বিক্ষোভ মিছিল  বাণিজ্যঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির চুক্তি আজ জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হবে স্বচ্ছ ও দৃশ্যমান : প্রধান উপদেষ্টা ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

রাষ্ট্রীয় জরুরি সেবা পাওয়া আপনার-আমার অধিকার। সেজন্য কোন সমস্যায়- কোন ফোন নম্ববে কল করতে হবে, সেটা জানা দরকার। প্রথম কথা হচ্ছে, অনাকাঙিক্ষত পরিস্থিতে ধৈর্য ধরতে হবে তারপর সঠিক ফোন নম্বরে কল করে সমস্যার কথা জানাতে হবে।

জেনে নিন জরুরি ফোন নম্বরগুলো-

১. ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জরুরি সেবা) – ৯৯৯

২. ৩৩৩ কল সেন্টার (তথ্য সেবা)

৩. কৃষি কল সেন্টার (১৬১২৩)

৪. প্রবাসীদের জন্য কল সেন্টার (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়): ১৬১৩৫, বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০

৫. দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) – ১০৯০

৬. জাতীয় মহিলা সংস্থার তথ্য আপাকে জিজ্ঞাসা :  ১০৯২২

৭. হটলাইন (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়): ১৬১৩৫

৮. কল সেন্টার (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি): ১৬৪৯৬

৯. নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা প্রতিরোধে কল সেন্টার _ ১০৯

১০. ১৬২৬৩  অ্যাম্বুলেন্স সেবা

১১. ৩৩৩১ কৃষক বন্ধু ফোন সেবা

১২. বিটিসিএল কল সেন্টার: ১৬৪০২ 

১৩. কৃষি কল সেন্টার : ১৬১২৩ 

১৪. সরকারি আইনগত সহায়তায় জাতীয় হেল্প লাইন: ১৬৪৩০

১৫. তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হট লাইন : ১৬১২৩ 

১৬. বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) হট লাইন: ১৬৫২৩ 

১৭. জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডএসএল) হটলাইন: ১৬৫১১ 

১৮. পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পি জি সি এল) হটলাইন: ১৬৫১৪ 

১৯. কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) হট লাইন : ১৬৫১২ 

২০. সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) হট লাইন : ১৬৫৩৯ 

২১. বাংলাদেশ ব্যাংকের গ্রাহক অভিযোগ হট লাইন:  ১৬২৩৬

২২. জাতীয় মানবাধিকার কমিশন হেল্পলাইন নাম্বার ডায়াল: ১৬১০৮

২৩. দুর্নীতি দমন কমিশন হেল্পলাইন নাম্বার ডায়াল: ১০৬

২৪. সুখী পরিবার কল সেন্টার – ১৬৭৬৭

এই ফোন নম্বরগুলো সংরক্ষণ করুন, মনে রাখুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS