নিজস্ব প্রতিবেদকঃ ৪ঠা মার্চ-২৪,বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার নির্বাচনের প্যানেল পরিচিতি সভা বার মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সকল প্রতিদ্বন্ধী প্রার্থীগণ। যাহা অনুষ্ঠিত হবে ৬-৭ মার্চ।
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দল গুলোর সমর্থনপুষ্ট নীল প্যানেল ও সরকার সমর্থক সাদা প্যানেলের মধ্যে লড়াই হবে।নীলের সভাপতি-সম্পাদক প্রার্থী যথাক্রমে ৭ বারের সাবেক সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও ৩ বারের সাবেক সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ জন।
অপর দিকে সাদা প্যানেলের সভাপতি-সম্পাদক প্রার্থী যথাক্রমে ঢাকা বারের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা আবু সাইদ সাগর ও এড শাহ মন্জুরুল হকসহ ১৪ জন।

এছাড়াও সভাপতি পদে আরো প্রতিদন্ধীতা করছেন এড ইউনুস আলী আকন্দ ও সাবেক এডিঃ এটর্নী জেনারেল এমকে রহমান। সম্পাদক হিসেবে স্বতন্এ নির্বাচন করছেন যুবলীগ সভাপতি ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী।এর পূর্বে নীল প্যানেলের প্রচার মিছিল বের করা হয়। এড আবেদ রাজাসহ বিপুল আইনজীবী উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply