সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Financial Statements (Q1) of Monno Agro & General Machinery Ltd. বাংলালিংকের মাইবিএল অ্যাপে গ্রাহকের হাতেই এখন ডিজিটাল নিয়ন্ত্রণ হবিগঞ্জে ৪টি আসনে ৬৪৭ কেন্দ্রে ভোট দিবেন ১৮ লক্ষ্যধিক ভোটার সৌজন্য সাক্ষাৎকালে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন: দেশ ও জাতি গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা মোট ৭৯,৭২২ চুয়াডাঙ্গা পৌরসভাকে প্রথম শ্রেণির নাগরিক সেবামূলক প্রতিষ্ঠানে উন্নীত করার দাবিতে স্মারকলিপি পেশ বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছা বার্তা চট্টগ্রাম সমিতিতে হাসিনা মার্কা কোন নির্বাচন আয়োজন করতে দেওয়া হবে না চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান,

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে  আজ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও  ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড বিধান দাস সচেতন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য  কমরেড হেলাল উদ্দিন,  সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড গিয়াস উদ্দিন ভুঁইয়া।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারি সিদ্ধান্ত জনগণকে ভীষনভাবে কষ্টের  মধ্যে ফেলবে। এমনই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কারণে মানুষ কোন রকম অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। ২০১০ সাল থেকে সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে বর্তমান সরকার, সর্বশেষ গত বছর ২৮ ফেব্রুয়ারি  নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। ডলারের সাথে টাকার মূল্যমানের হ্রাসের যে অজুহাত দেয়া হয়েছে তার প্রতিবাদ করে তিনি  নেতৃবৃন্দ বলেন, আমদানি রপ্তানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাৎ হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার দায় চাপাচ্ছেন জনগনের উপর ২০০ ইউনিটের নিচে ৩৪ পয়সা এবং বেশি ব্যবহারকারীদের ৭০ পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেমন বাড়বে তেমনি সরকার ও লুটপাকারীদের দায় এড়ানোর পথ তৈরি করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ ও জ্বালানী খাতে  চলমান দুর্নীতি ও লুটপাট  বন্ধ  করলে এবং তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন না করে গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে বিদ্যুতের দাম না বাড়িয়েও কম দামে বিদ্যুৎ দেয়া সম্ভব।  সরকারি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন না করে ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও অলস বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাবদ ভর্তুকি দেয়ার কারনে ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে জনদুর্ভোগ বৃদ্ধি সরকারের দুর্নীতিবাজ তোষণের ফল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আসুন বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে  প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি নেতৃবৃন্দ আরও বলেন অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে সকল ক্ষেত্রে দুর্নীতি ও লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। একই সাথে সরকারের সকল প্রকার অনিয়ম ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিদ্যুৎসহ জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ই মার্চ ২০২৪ দেশব্যাপী  বিক্ষোভ কর্মসূচী পালন করবে ৫ দলীয় বাম জোট বলে ঘোষণা করেন। কর্মসূচি সফল করতে রাজপথের আন্দোলনে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS