নিজস্ব প্রতিবেদক: স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবো সেবার অধিকার এই স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালিত হয়েছে, মঙ্গলবার সকালে নাগদাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও রেলি সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম ছারোয়ার , এসময় তিনি বলেন স্থানীয় সরকার দিবস পালনে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে, এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে ফলে সেবা সহজীকরণে সহায়ক হবে। ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও কর্মকর্তাদের কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে, জনসচেতনতা তৈরি ও শতভাগ উন্নয়নের মাধ্যমে ১১ নং নাগদাহ ইউনিয়ন কে জেলার মধ্যে অন্যতম ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্ন করণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং নাগদাহ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ রাজু আহমেদ, ৩ নং ওয়ার্ড সদস্য মোকবুল হোসেন, ৫ নং ওয়ার্ড মেম্বার আনিছ মিয়া,৬ ওয়ার্ড সদস্য হেলাল জোয়ার্দার, মহিলা সদস্য হালিমা খাতুন, নার্গিস পারভীন, নাছিমা খাতুন, গ্রাম পুলিশের সদস্য আব্দুল ওহাব,স্বপন, রুবেল, জাহাঙ্গীর, শরিফুল ইসলাম, উদ্যোক্তা জাহিদ হাসান তামিম, রত্না খাতুন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply