শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

উখিয়ার মরিচ্যা বাজার ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
Hortal

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকে মরিচ্যা বাজার ব্যবসীদের কে বিভিন্ন ভাবে হয়রানি ও অত্যাচার করার প্রতিবাদে রোববার (৩ এপ্রিল) ভোর ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অর্ধদিবস ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।

মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘোষিত ধর্মঘটে বন্ধ থাকবে বাজারের সব দোকান।
তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বিষয়টি অবহিত করা হয়েছে৷ অফিসিয়ালি ভাবে আজ অভিযোগ দেওয়া হবে৷
তিনি আরও বলেন, গত ১১ নভেম্বর চেয়ারম্যান হওয়ার পরপরই হলদিয়াপালং ব্যবসায়ীরা শান্তিতে নেই৷ নির্বাচনে তার বিরুদ্ধে করার কারণে দোকান লুটপাট, উচ্ছেদ এবং ভাঙচুর চালিয়ে আসছেন৷

গতকাল শনিবার মরিচ্যা বাজারে বেশকয়েকটি দোকানে ভাঙচুর এবং লুটপাট করা হয়৷ এসময় ব্যবসায়ীরা একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে রাস্তায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল করে এবং প্রতিবাদ সমাবেশ করা হয়৷ এসময় শত শত ব্যবসায়ী ও তার রোষানলে পড়া সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং চেয়ারম্যানের নামে বিভিন্ন শ্লোগান দেন।পরে মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সর্বসম্মতি ক্রমে মরিচ্যা বাজারের দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়ে৷


মরিচ্যা বাজারের ব্যবসায়ী জসিম আহমেদ বলেন, ইমরুল চেয়ারম্যান হওয়ার পরপরই প্রথমে আমার দোকান উচ্ছেদ করে। কারণ আমি হলদিয়াপালং’য়ের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরীর জন্য ভোট করেছিলা বলে। ইমরুল চেয়ারম্যান হওয়ার পর থেকে মরিচ্যা ব্যবসায়ী ঘুম হারাম হয়ে গেছে। তিনি একটি ট্রেট লাইসেন্সের জন্য ১০ হাজার ২০ হাজার টাকা নেওয়ার নজির সৃষ্টি করেছেন!এটার সুষ্ট ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আবেদন করছি৷


এ ব্যাপারে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি তবে বিষয়টি আমি শুনেছি৷ অভিযোগ পেলেই তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS