রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

শুরু হলো ১৯তম সিইউডিএস ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপের আনুষ্ঠানিক যাত্রা

তানজিম হাসান পাটোয়ারী
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’ এর ১৯ তম ডিবেট ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৫ই ফেব্রুয়ারি (সোমবার), বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উক্ত ওয়ার্কশপের প্রথম দিনের কর্মসূচী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিইউডিএস এর বর্তমান সভাপতি মারজুক-ই-ইলাহী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশের জিনপ্রিয় বিতার্কিক ইস্ট-ওয়েস্ট ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানের শেষে তাকে ক্রেস্ট তুলে দেন সিইউডিএস এর ২৩ তম কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলাম এবং ২৪ তম কমিটির সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে গল্প ও আড্ডার সাথে বিতর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিতার্কিক মাহমুদুল হাসান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বিতার্কিকরা সবসময় কি ও কেন দ্বারা প্রশ্ন করে এবং মুক্ত চিন্তার মানুষ হয়। চাকরি কিংবা যেকোনো প্রফেশনাল সাক্ষাৎকারে তারা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে থাকেন। তাই তো সমাজ ও দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিতর্কের উপর জোর দেওয়া উচিত”।

প্রতিবারের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের সমন্বয়ে সাজানো হয়েছে এ ওয়ার্কশপটি। এখানে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী একদিকে যেমন যুক্তিনির্ভর হয়ে গড়ে উঠতে শিখবে, একইভাবে শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব বিকাশের ক্ষেত্রেও এরূপ ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান প্রতিযোগীতামূলক এ বিশ্বে শিক্ষার্থীদের সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া এবং একটি বিশ্লেষণধর্মী মনোভাব গড়ে তোলার ক্ষেত্রেও এরূপ ওয়ার্কশপ ভূমিকা রাখবে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের উৎফুল্ল অংশগ্রহণ এবং সিইউডিএস কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধয়ানে সফলভাবে শেষ হয় ওয়ার্কশপটির প্রথমদিনের কর্মসূচী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS