শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

পেটব্যথা কমানোর দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

দোয়া একটি ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি পেটেব্যথা হলে কী দোয়া পড়বে এটাও তিনি বলে দিয়েছেন। আজ এক সাহাবির ঘটনা থেকে জানবো রসুল সা. তার পেটব্যথায় কী দোয়া শিখিয়েছিলেন।

হযরত উসমান ইবনে আবুল আস আস-সাকাফি রা.-এর ব্যাপারে একটি হাদিস বর্ণিত আছে। তিনি একবার রসুল সা.-এর কাছে পেটের ব্যথার কথা জানান। তিনি বলেন, রেটেরব্যথা আমাকে অস্থির করে তুলেছে। তখন রসুল সা. বলেন, তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো। তিনি রসুল সা. এর শেখানো পদ্ধতি মতো আমল করলেন। এরপর রসুল সা. বললেন বিসমিল্লাহ পড়ার পর সাতবার

এ দোয়াটি পড়ো- أعوذُ باللهِ و قُدرتِه من شرِّ ما أَجِدُ و أُحاذِرُ উচ্চারণ: আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। অর্থ: আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব ও ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

রসুল সা. শেখানো দোয়াগুলো পাঠ করার পর উসমান রা. বলেন, আমি এই দোয়াগুলো পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি পরিবার-পরিজন ও অন্যদের এরকম করার নির্দেশ দেই। (মুসলিম ৪১৯৯, আবু দাউদ ৩৮৫১)

তবে মনে রাখতে হবে শারীরিক কোনো সমস্যার কারণে পেটব্যথা হলে দোয়া পড়ার পাশাপাশি প্রতিকারের ব্যবস্থাও গ্রহণ করা প্রয়োজন। যদি গ্যাসের কারণে পেটে ব্যথা মনে করেন, গ্যাসের ওষুধ খেতে পারেন। 

বমি হয়েছে কি না, জ্বর আছে কি না, এই বিষয়গুলো সঙ্গে না থাকলে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। দোয়া পড়েন পানি পান করেন ঠিক হয়ে যাবেন। যদি বেশি ব্যথা করে, তখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS