স্টাফ রিপোটারঃ দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসনে বিপুল ভোটে বেসরকারী ভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক। তিনি পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৬৬৭টি ভোট। এ নিয়ে তিনি টানা তিনবার জয়লাভের মাধ্যমে হ্যাট্রিক করলেন।
এই আসনে প্রাপ্ত ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৮২ হাজার ৫১৫ টি ভোট।
প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে সমাজতান্ত্রিক দলের (জাসদ) মশাল প্রতীকের প্রার্থী শাহ আলম বিশ্বাস ৭২৪, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন ২ হাজার ৫০০ এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজ ফিরোজ শুভ শাহ ১ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।
দিনাজপুর-৬ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৬৭৪ জন। তারমধ্যে পুরুষ ২ লক্ষ ৬২ হাজার ৫৫৩ জন, নারী ২ লক্ষ ৬৩ হাজার ১১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply