মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

টিকার সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে ৫ কোটি টাকা নতুন বিনিয়োগ জেএমআইর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৫ Time View

করোনাসহ অন্যান্য রোগের টিকাদানে ব্যবহারের সিরিঞ্জ উৎপাদনের ক্ষমতা বাড়াচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। এজন্য প্রায় সোয়া পাঁচ কোটি টাকার নতুন বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান। তিনি জানান, সোমবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত প্রতিষ্ঠানটির ২২৬তম পর্ষদ সভায় সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানটির নিয়মিত আয় থেকে মেটানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ তারেক হোসেন খান আরও জানান, করোনা ভাইরাসের বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫এমএল)-এর চাহিদা বেড়ে গেছে। মূলত এ চাহিদা পূরণের লক্ষ্যেই বিনিয়োগ করছে জেএমআই সিরিঞ্জ।
আগামী দুই মাসের মধ্যে নতুন উৎপাদন ক্ষমতা যুক্ত হওয়ার আশা জানিয়ে তিনি আরও বলেন, ‘এর ফলে কেবল ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS