হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা সিটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখন সেখানে চূড়ান্ত অভিযান চালানো সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে। এ শহরকে হামাসের কেন্দ্র বিবেচনা করা হয়।
তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি স্থল অভিযান। ইসরায়েলি হামলা–অভিযানের মুখে গাজায় ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
গাজায় অভিযান বন্ধ করা ও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ বিষয়ে দানিয়েল হাগারি বলেন, আপাতত যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আলোচনার টেবিলে নেই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply