আবদুর রহমান আবির: বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র সাথে এবার বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত তদারক কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন এই প্রকল্পের আওতায় রয়েছে। ২০১৮ সাল থেকে শুরু হওয়া ৬৩২ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বিআইএসডিপি’র তদারক কমিটির সভাপতি এস এম শাকিল আখতার বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে বর্তমানে শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি প্রতিষ্ঠান সম্পৃক্ত রয়েছে। যেখানে ৭৯টি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি বাদ রয়েছে।
বেসরকারি খাতের এসব কোম্পানিকে বাদ দিয়ে দেশের বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাতের ৭৯টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এবার বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply