কুড়িগ্রামের উলিপুরের বজরায় তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ নির্মাণ, সংস্কার ও নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিতরা।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাতালস্কর প্রাইমারী স্কুলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অনেকে।
বক্তারা বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গেল বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এবার বৃষ্টি শুরু হলে ওই এলাকায় ভাঙন বেড়ে যাবে। এছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই এলাকায় বন্যার সৃষ্ট হবে।
তাই বক্তারা দ্রুত বাঁধ ও নদী শাসনের আবেদন জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply