নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিশিষ্ট ও জনপ্রিয় আলেম, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সভাপতি ক্বারী মো: আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ—আল—হারুন (সোহেল)সহ সকল পর্যায়ে নেতা—কর্মী গভীরভাবে শোকাহত।
আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এনডিপি’র সভাপতি ক্বারী মো: আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ—আল—হারুন (সোহেল) বলেন, দেলওয়ার হোসাইন সাঈদী এই দেশের মান মর্যাদা ইসলামিক জগতে প্রসার করেছেন। আওয়ামী সরকারের অন্যায় ও ফরমায়েশি রায়ে কারাবন্দী আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সারা বিশ্বের মুসলমানদের প্রিয় মানুষ, যার কণ্ঠের তাফসীরুল কোরআন মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। যিনি সৃষ্টিকর্তার মহান বাণী প্রচার করে হাজার হাজার অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। বর্তমান অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেলওয়ার হোসাইন সাঈদী বন্দি থাকায় তাঁর জন্য সুচিকিৎসা দুষ্প্রাপ্য ছিল।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নেতৃবৃন্দ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করে এবং এই শোককে শক্তিতে পরিণত করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।
Design & Developed By: ECONOMIC NEWS