মোঃ মামুন মোল্যা-
খুব অল্প ভাষী, আমার বিষম ভয়
মেয়েদের সংস্পর্শে যেতে।
প্রথম দিনে কথা পরের দিনে বন্ধু ;
পরের দিনে প্রীতি রসে পূর্ণ করতে উন্মত্ত।
প্রেমে পড়তে ভয় পাই না;
কিন্তু অসমাপ্ত উপন্যাস হতে বিষম ডরায়।
প্রেম অজানা; উপন্যাস কবিতা পড়া জ্ঞান।
প্রথম আলাপে বেশ সাড়া পেয়েছি শান্তির।
এই শান্তি বোধ হয় ভবে আর নেই।
অহরহ প্রীতির সাগরে নিমজ্জিত চিত্ত।
হঠাৎ দমকা ঝড়ো ঝাপটা ছুটে চলে মম হৃদয়
কে এত রাতে স্মরণ করে? ফোন দিল কেটে
শত বার ফোন দিতে ওয়েটিং ওয়েটিং
অসহনীয় যন্ত্রণা ঝড়ে হৃদয় টা ক্ষত বিক্ষত।
শুরু কবিতা উপন্যাসের করুন কাহিনী
হার মেনে যায় তোমার দেওয়া যন্ত্রণার কাছে।
এক বিন্দু সুখের আড়ালে এক সাগর জ্বালা স্নেহে
যা জ্বলে ধিকিধিকি কেহ দেখে না,
নবীন ভুলে ছলে জ্বলন্ত অনলে ঝাঁপিয়ে দগ্ধ !
Design & Developed By: ECONOMIC NEWS