লায়ন মোঃ গনি মিয়া বাবুল–
বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান
তুমি মৃত্যুঞ্জয়ী বাঙ্গালির জয়গান,
স্বাধীনতার ডাক জাতির মুক্তি
সাতই মার্চে তোমার উক্তি।
জাতির অহংকার তুমি
দিয়েছো স্বাধীনতা বাংলার ভূমি,
স্বাধীনতা জাতীয় পতাকা
তুমি এক মহান দাতা।
পনের আগষ্ট তোমায় ওরা
মারলো কেমন করে?
ওদের জন্ম নিয়ে সংশয়,
ওরাতো বাঙ্গালী নয়।
কি ওদের পরিচয়?
ওরাতো মানুষ নয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply